সাগরের লোনা জলে পুণ্যস্নানের মধ্যদিয়ে শুক্রবার ভোরে শেষ হয়েছে দুবলার চরের ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ফানুস উড়িয়ে শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা।
প্রতি বছর কার্তিক মাসের শেষে বা অগ্রহায়ণের প্রথম দিকের রাস পূর্ণিমার তিথিতে এ উৎসব করা হয়। মূলত রাস পুজাকে কেন্দ্র করে সুন্দরবনে শুরু হয়ে এ মেলার। ঐতিহাসিক এই উৎসবে এ বছরও যোগ দেয় দেশি বিদেশি হাজার হাজার মানুষ।
মেলা উদযাপন কমিটি ও দুবলা ফিসারম্যান গ্রুপের আয়োজনে মেলাস্থলে পূজা-অর্চনা, কীর্তনগান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মকান্ডে উৎসবমুখর হয়ে ওঠে দুবলাসহ আশপাশের চর। বসে দেশী-বিদেশী বিভিন্ন পণ্যের ষ্টল।
আলোরকোলের এ মেলায় জড়ো হয়ে নানা ধর্ম বর্ণের হাজার হাজার নারী-পুরুষ। কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসব শেষে দর্শনার্থীরা শুক্রবার সকাল থেকেই ফিরতে শুরু করেছে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে।
দর্শনার্থীদের মধ্যে অনেকেই বিকেলে মংলাসহ আশপাশের এলাকায় পৌছে গেছে। শত বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছর বাংলা কার্ত্তিক মাসের শেষে বা অগ্রহায়ণের প্রথম দিকের ভরা পূর্ণিমার তিথিতে এ রাস উৎসব উদযাপিত হয়ে আসছে।
হিন্দু ধর্মালম্বীরা এ সময় পূর্ণিমার জোয়ারের লোনা পানিতে স্নান করে তাদের পাপ মোচন হবে এমন বিশ্বাস নিয়ে রাস উৎসবে যোগ দিয়ে থাকে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More