প্রচ্ছদ / খবর / জাতীয়করণের দাবিঃ মোরেলগঞ্জ এসিলাহা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন

জাতীয়করণের দাবিঃ মোরেলগঞ্জ এসিলাহা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন

A.C.LAHA-Schoolবাগেরহাটের মোরেলগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ এসিলাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন ইউএনও।

সোমবার (১০ নভেম্বার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হালিম বিদ্যালয়টি ঘুরে দেখে এর পরিবেশ দেখে সন্তোশ প্রকাশ করেন। পরে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

জানা গেছে, এ পরিদর্শনের রিপোর্টের ভিত্তিতে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টি জাতীয়করনের বিষয়টি বিবেচনার আনা হবে বলে। বিদ্যালয়টি জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রীসহ শিক্ষা মন্ত্রনায়নে লিখিতভাবে দৃষ্টি আকর্ষন করেন প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক অভিভাবকসহ এলাকাবাসি।

সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনের কোল ঘেষা পানগুছি নদীর তীরে ১৬ ইউনিয়ন ও ১ পৌরসভা নিয়ে গঠিত দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মোরেলগঞ্জ। বাগেরহাটের এ উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী এ বিদ্যাপিঠটি।

মোরেলগঞ্জ-শরণখোলাসহ তৎকালীন দক্ষিনাঞ্চলের মানুষের মাঝে শিক্ষার আলো ও জ্ঞান বিস্তারে ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয় এ বিদ্যালয়টি।

কোলকাতার অধিবাসী অত্র অঞ্চলের জমিদার অম্বিকাচরন লাহা (এসিলাহা) এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

সে সময়ে এ বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ হতো কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক। বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষকদের বেতন ভাতাদি কোলকাতার লাহা ষ্ট্রেটের অর্থায়নে পরিচালিত হতো। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর লাহা ষ্ট্রেট সরকার অধিগ্রহন করায় বিদ্যালয়টি ছাত্র বেতনের উপর নির্ভরশীল হয়ে পড়ে।

১৯৬৮ সালে তৎকালীন শিক্ষামন্ত্রনালয় সরকারিকরণের নীতিগত সিদ্ধান্ত গ্রহন করে বিশেষ প্রজ্ঞাপন জারী করে। পরবর্তিতে নানা কারনে সিদ্ধান্ত বাতিল হওয়ায় বিদ্যালয়টি বেসরকারি হিসেবে পরিচালিত হয়ে আসছে।

৮ একর জমির উপর মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত এসিলাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয় দক্ষিনাঞ্চলের শিক্ষা বিস্তারে অন্যন্য ভূমিকা পালন করে আসছে। প্রতিবছর এসএসসিসহ বিভিন্ন পাকলিক পরীক্ষার ফলাফল ও সহপাঠ কার্যক্রমে বিশেষ সুনাম অব্যাহত রয়েছে। বর্তমানে এখানে প্রথম শ্রেণী থেকে ১০ম শ্রেণী (কারিগরি শাখাসহ) সহস্রাধিক শিক্ষার্থী অধ্যায়নরত।

রয়েছে অতিরিক্ত আরো ৫টি শাখা। ভোকেশনাল বিভাগে রয়েছে ৫টি ট্রেড। ৩৫ জন শিক্ষক-শিক্ষিকাসহ মোট জনবল রয়েছে ৪৬ জন। উন্নততর ও আধুনিক শিক্ষাদানের পাশাপাশি বিদ্যালয়টিতে রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, তথ্য প্রযুক্তি ও মাল্টিমিডিয়ার ব্যবহার।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জের পৌর মেয়র মনিরুল হক তালুকদার, ম্যানেজিং কমিটির সভাপতিমো. ইব্রাহিম হোসেন হাওলাদার, শিক্ষকমন্ডলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

১০ নভেম্বর ২০১৪ :: রাজীব আহ্সান রাজু, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
আরএইচআর /আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক