মুক্তিযুদ্ধের সময়ে বাগেরহাটে রাজাকারদের হাতে নিহত শহীদ ভোলানাথ বসুর স্ত্রী শ্রীমতি উমা রাণী বসু (৮৮) পরলোকগমন করেছেন।
রোববার সন্ধ্যায় ভারতের কোলকাতার সিটি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মুত্যুকালে তিনি পাঁচ ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনি আত্মীয় স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখেগেছেন।
তাঁর বড় ছেলে বাগেরহাটের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক স্বপন কুমার বসু জানান, গত মঙ্গলবার ভারতের বারাসাতের বাড়িতে উমা বসু গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিটি নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার ভারতের নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
উমা বসুর মৃত্যুতে বাগেরহাটের রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।
১৬ নভেম্বর ২০১৪ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এজি/আই হক-এনআরই/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More