প্রচ্ছদ / খবর / মংলা বন্দর ব্যবহার করবে পাকিস্তান- পাক হাই কমিশনার

মংলা বন্দর ব্যবহার করবে পাকিস্তান- পাক হাই কমিশনার

মংলা বন্দর পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আশ্রাসিয়াবMongla Port

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আশ্রাসিয়াব বলেছেন, পাকিস্তান মংলা বন্দরে বিনিয়োগের পাশাপাশি এ বন্দর ব্যবহার করবে। এছাড়া বন্দরের অবকাঠামো, সুযোগ-সুবিধা ও কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন পাক হাই কমিশনার।

রবিবার সকালে মংলা বন্দর পরিদর্শনে এসে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারে পাকিস্তান আগ্রহী বলে সাংবাদিকদের জানান তিনি।

তবে দেশের চলমান রাজনৈতিক বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি বলেনি। এর আগে আশ্রাসিয়াব বন্দরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এইচ আর ভূইয়া সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে নেপালের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও রবিবার দুপুরে মংলা বন্দর পরিদর্শন করেছেন।

About Inzamamul Haque