বাগেরহাটে দেড় শতাধিক অসহায় দু:স্থ শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে গ্রামীণফোন লিমিটেড।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট পৌরসভার কর্মকারপট্রি এলাকায় এই কম্বল বিতরণ করা হয়।
গ্রামীণফোনের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তালুকদার এ বাকী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোন’র খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার এএম সাজ্জাদ হোসেন, রিজিওনাল ট্রেড মার্কেটিং ম্যানেজার মো: শামীম আহসান, বাগেরহাট ডিষ্ট্রিবিউশন ম্যানেজার মো: বেল্লাল হোসেন, টেরিটরি অফিসার তন্ময় দে মন্ডল প্রমুখ।
গ্রামীণফোনের কর্মকর্তারা বাগেরহাট ইনফো ডটকমকে জানান, শীতার্থ অসহায় দুস্থদের সাহায্যার্থে আর্ত্নমানবেতর সেবায় গ্রামীণফোনের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More