বাগেরহাটের মংলাস্থ বাংলাদেশ নৌ-বাহিনী (বিএন) স্কুল অ্যান্ড কলেজের ল্যাবকে ২৫টি কম্পিউটার প্রদান করেছে বসুন্ধারা গ্রুপ।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নৌ-বাহিনী পরিচালিত মংলার নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে এসব কম্পিউটার প্রদান করা হয়।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান প্রধান অতিথি থেকে কলেজর অধ্যক্ষ কমান্ডার এম আজিজুল হক (সিএনবি) এর হাতে কম্পিউটারগুলো তুলে দেন।
এ সময় বিএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার এম আজিজুল হক (সিএনবি) বলেন, এ কম্পিউটার প্রদানের ফলে সমৃদ্ধ হয়েছে আমাদের ল্যাব। এর সুফল ভোগ করবে এ অঞ্চলের শিক্ষার্থীরা। আমাদের এ নতুন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে এর আগেও বসুন্ধরা গ্রুপ শিক্ষা উপকরণ প্রদান করে।
গুণগত মান এবং সর্বোচ্চ সেবার নিশ্চয়তা দিয়ে বসুন্ধরা গ্রুপ হয়ে উঠেছে ভোক্তাদের আস্থার অনন্য নাম। দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে তারা।
এ সময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (সিমেন্ট সেক্টর) প্রকৌশলী মাহবুবুজ্জামান, হেড অব ডিরেক্টর (অ্যাকাউন্টস্) মো. রবিউল ইসলাম, জেনারেল ম্যানেজার (অ্যাডমিন ও এইচআর) আবু হেনা মোস্তফা কামাল, জেনারেল ম্যানেজার (পোর্ট শিপিং অ্যান্ড পাবলিক রিলেশন) মেজর (অব.) সাকির আহমেদ, বিএন স্কুল অ্যান্ড কলেজ, মংলার প্রোগ্রাম কো-অর্ডিনেটর (মাধ্যমিক) মো. এহসানুল হক, জিএম ফয়সাল হক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর (প্রাথমিক) শারমিন আক্তার শর্মি প্রমুখ।
মংলা বিএন স্কুল অ্যান্ড কলেজের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. এহসানুল হক জানান, ২০১৩ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১১শ’ শিক্ষার্থী রয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More