জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে বাগেরহাটের দুই দিনব্যাপী কর্মাশালা শুরু হয়েছে।
সোমবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী এ কর্মাশালার উদ্বোধন করা হয়েছে।
কর্মশালায় বাগেরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো: জয়নুল আবেদীন বলেন, পরিবেশ সহনশীল প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ ও বালাই দমন জনপ্রিয় করতে সরকারকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সেক্স ফেরোমিন ট্যাবলেট ব্যবহার করে কীটনাশকের ব্যবহার কমানো যেতে পারে। এতে করে একদিকে যেমন ফলন বৃদ্ধি পাবে অন্যদিকে বিপর্যের হাত থেকে রক্ষা পাবে পরিবেশ।
অনুষ্ঠানে বক্তারা, প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় লবনাক্ততা সহিষ্ণু জাতের শস্য আবাদ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার বাড়ানো এবং অতিরিক্ত কীটনাশক ব্যবহার নিরুৎসাহিত করতে সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানান।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক প্রতিষ্ঠান মাধ্যম লিমিটেড এবং ব্র্যাক যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা, জলবায়ু পরিবতনের ফলে কৃষি সৃষ্ট নতুন নতুন সমস্যা মোকাবেলায় প্রযুক্তির উদ্ভাবন এবং তা ছড়িয়ে দিতে সমন্বিত ও পরিবেশ সহায়ক এসব প্রযুক্তি ব্যবহারে পরামর্শ দেন।
কর্মশালায় বাগেরহাট ও খুলনা জেলায় কর্মরত মোট ২৫ জন সংবাদ কর্মী অংশ নিচ্ছেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More