প্রচ্ছদ / খবর / মংলায় জামায়াত-পুলিশ সংঘর্ষ: আহত ২২, আটক ২

মংলায় জামায়াত-পুলিশ সংঘর্ষ: আহত ২২, আটক ২

মংলায় শনিবার দুপুরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২ পুলিশসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে শিবিরের দুই কর্মীকে।

কারাবন্দী জামায়াতের নেতাদের মুক্তি ও দেলোয়ার হোসেন সাইদির ফাসির রায় বাতিলের দাবীতে শনিবার দুপুরে জোহরের নামাজ শেষে শহরে লাঠিশোঠা নিয়ে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুল ওয়াদুদ ও মংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মানিকের নেতৃত্বে মিছিলটি শহরের তাজমহল রোড এলাকায় পৌছালে পুলিশ মিছিলে বাধা দেয়।

এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষে ঘটনায় দুই পুলিশ সদস্য সহ জামায়াত-শিবিরের ২২ নেতা কর্মী আহত হয়। পুলিশের হাতে আটক হয়েছে ২ জন।

এ ঘটনার পর থেকে শহরে দোকানপাট বন্ধ রয়েছে, শহরে বিরাজ করছে থমথমে অবস্থা।

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !