বাগেরহাটে অভিযান চালিয়ে ৫৯৯ বোতল ফেনসিডিল ও দুই বোতল বিশেশি মদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৬)।
বুধবার দুপুরে সদর উপজেলার নোনাডাঙ্গা এলাকার মুণিগঞ্জ ব্রিজ সংলগ্ন একটি মৎস ঘেরের পাস থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ওই ফেনসিডিল বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব। তবে এ সময় কেউ আটক হয়নি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল বাগেরহাট-চিতলমারী সড়কের ওই এলকায় অভিযান চালায়। মুণিগঞ্জ সেতুর কাছে এসে একটি চটের বস্তা ও তিনটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে তা উদ্ধার করে তরা।
পরে ওই বস্তার মুখ খুলে ভেতরে ৫৯৯ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশী মদ পায় র্যাব।
মাদক চোরাচালানিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে আগেই পালিয়ে গেছে বলে র্যাব ধারণা করছে। এই ঘটনায় মডেল থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে বলে ওসি জানান।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More