প্রচ্ছদ / খবর / পুড়িয়ে হত্যার প্রতিবাদে বাগেরহাটে চিকিৎসকদের মানববন্ধন

পুড়িয়ে হত্যার প্রতিবাদে বাগেরহাটে চিকিৎসকদের মানববন্ধন

আন্দোলনের নামে দেশব্যাপি পেট্রোল বোমা মেরে সাধারন মানুষকে পুড়িয়ে মারার প্রতিবাদে বাগেহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ)।

Bagerhat-Pic-1(07-02-2015)Human-Chain“রুখো সন্ত্রাস-বাঁচাও দেশ” প্রতিপাদ্যে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট সদর হাসপাতালের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে চিকিৎসক, নার্স, ম্যাটসের শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্যরা বিএনপি ও জামায়াত-শিবিরের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড পরিহার করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাগেরহাট বিএমএর সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন আকন প্রমুখ।

এছাড়া, মংলা, মোরেলগঞ্জ, মোল্লাহাটসহ জেলার নয়টি উপজেলায় বিএমএ একই কর্মসূচি পালন করেছে।

০৭ ফেব্রুয়ারি ২০১৫ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক