বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৬১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের শালতলা এলকায় জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির এককালীন অর্থ তুলে দেওয়া হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা: মোজাম্মেল হোসেন এমপি (বাগেরহাট-৪)।
অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জেলার ৯টি উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ৩৬১ জন মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ৩শ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহ আলম সরদার, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম টুকু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আলিম উদ্দিন প্রমুখ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More