বাগেরহাটের রামপালে এক ব্যবসায়ির বাড়িতে হামলা চালিয়ে তাকে বেধড়ক পিটিয়ে নগত টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাত (০১ মার্চ) অনুমানিক ২ টার দিকে ভাগা এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মল্লিক জাহিদুল ইসলাম (৪৩) কে রামপাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে রামপাল থানা পুলিশ।
জাহিদুল ইসলামের ছোট ভাই ও উপজেলা ছাত্রদল সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া বাগেরহাট ইনফোকে বলেন, ‘গতরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ভাইয়া (জাহিদুল) ঘর থেকে বাইরে বের হলে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারাল অস্ত্র ও লোহার রড দিয়ে তার উপর হামলা করে। এসময় তাদের বেধড়ক মারপিটে গুরুত্বর আহত হন তার ভাই।
এসময় হামলাকারীরা বাড়ীতে থাকা ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ফ্লেক্সিলোড ও বিকাশ সম্বলিত ৩ টি মোবাইল ফোন সেট ও নগত নিয়ে যায় বলে অভিয়োগ করেন তিনি।
একই রাতে পার্শ্ববর্তী মিরাখালী গ্রামে রবিন মাষ্টারের ঘেরের কর্মচারী রোমান হাওলাদার (৩০) কে মারপিট করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় রোববার সন্ধা পর্যন্ত রামপাল থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের হয়নি বলে, ওসি ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More