ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠায় পেসার রুবেল হোসেনের শহর বাগেরহাটে আনন্দ শোভাযাত্রা হয়েছে।
ক্রিকেট বিশ্বকাপে দেশের হয়ে জাতীয় ক্রিকেট দলের এই অসাধারণ সাফল্যের পর মঙ্গলবার (১০ মার্চ) সারা দেশের মতো বাগেরহাটেও আনন্দ মিছিল ও শোভাযাত্রা করে ক্রিকেটপ্রেমীরা।
বিকেল ৫টায় জেলা ক্রিড়া সংস্থার উদ্যোগে স্টেডিয়ামের সামনে থেকে একটি বিশাল মোটর শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন বাগেরহাটের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এসময় মোটরসাইকেল, ইজিবাইক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে ক্রিকেট ভক্ত বাদ্যযন্ত্র নিয়ে শহর প্রদক্ষিণ করে।
লাল সবুজের পতাকা হাতে শোভাযাত্রায় অংশ নেওয়া সহস্রাধিক ক্রিকেট প্রেমীদের নিয়ে উল্লাসে মেতে ওঠে শহরবাসীরাও। স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছাড়াও জেলায় কর্মরত পুলিশ সদস্যরাও অংশ নেয় এতে।
আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহনকারিরা বাগেরহাটের কৃতি সন্তান রুবেলের কৃত্বিতপূর্ন বলিংয়ের জন্যই বাংলাদেশের জয় এসেছে দাবি করেন। এসময় বাগেরহাটবাসীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানায় আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More