প্রচ্ছদ / খবর / সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ৮ শিকারী আটক

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ৮ শিকারী আটক

Deerসুন্দরবনের নন্দবালা এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদ, মাংস ও ট্রলারসহ ৮ চোরা শিকারীকে আটক করেছে বন বিভাগ।

শুক্রবার (১০ এপ্রিল) ভোরে পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের নন্দবালা এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বনপ্রাণী নিধন আইনে মংলা থানায় মামলা দায়েরের পর দুপুরে আদালতের মাধ্যমে  বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- মহসিন শেখ (৪৫), ইয়াসিন শেখ (২৫), বাদশা শেখ (৪০), সাইফুল মল্লিক (৩০), ইব্রাহিম মল্লিক (৩০), হাসিবুর রহমান (৩২), রফিক শেখ (৩৬), শাহাদাৎ মোড়ল (৩৬)। তাদের সবার বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী এলাকায়।

পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জ’র সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো: বেলায়েত হোসেন বাগেরহাট ইনফো ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে পশুর নদী সংলগ্ন বনের নন্দবালা এলাকায় অভিযান চালায় বন কর্মীরা। এসময় তারা ১টি ইঞ্জিন চালিত ট্রলার, ২টি ডিঙ্গি নৌকা আটক করে।

ওই ট্রলার ও নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় দেড় কেজি রান্না করা হরিণের মাংস, হরিণ শিকারের ১০টি ফাঁদ ও দেশিয় অস্ত্র উদ্ধার করে বন বিভাগ।

এসময় কোন পাস-পারমিট ছাড়াই অবৈধভাবে বনে প্রবেশ করে হরিণ শিকারের অভিযোগে ওই আট চোরা শিকারীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

১০ এপ্রিল ২০১৫ :: ফয়সাল আহমেদ, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হকএনআর এ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ