বাগেরহাটের রামপালে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে শুরু হয়েছে দুই দিনব্যাপী চিত্রাঙ্কণ কর্মশালা।
বুধবার (২২ এপ্রিল) উপজেলার শ্রীফলতলা গ্রামে ‘মাহমুদ-মোস্তফা সংগ্রহশালা’য় এই কর্মশালার উদ্বোধন করেন রনবী হিসেবে খ্যাত চিত্রশিল্পী রফিকুন্নবী।
দুই চিত্রশিল্পী সহোদর মাহমুদুল হক ও মোস্তাফিজুল হক তাদের বাড়িতে এ সংগ্রহশালা গড়ে তোলেন।
কর্মশালায় চিত্রশিল্পীদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মোস্তাফিজুল হক, ওই অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অধ্যাপক শেখ আফজাল হোসেন, অধ্যাপক শিশির ভট্টাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রভাষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, সহকারী অধ্যাপক তরিকত ইসলাম, কলকাতা থেকে আসা শিল্পী সমীর দত্ত ও ফ্রিল্যান্স শিল্পী শামসুদ্দোহা।
কর্মশালায় দেশ বরেণ্য এসব চিত্রশিল্পীর আঁকা ছবি এই সংগ্রহশালায় স্থান পাবে বলে আয়োজকরা জানান।
মাহামুদ-মোস্তফা সংগ্রহশালার অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক মোস্তাফিজুল হক বলেন, আজকের কর্মশালার মধ্য দিয়ে এই সংগ্রহশালা আনুষ্ঠানিক পথ চলা শুরু করল। আগামী দিনের শিল্পীরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন।
তিনি বলেন, “আমরা দুই ভাই মনের টানে গ্রামের বাড়িতে প্রতিষ্ঠানটি গড়ে তুলছি। এলাকার শিশুরা এখানে আঁকা শিখছে। এখানকার গ্যালারিতে এতদিন আমাদের দুই ভাইয়ের শিল্প কর্ম সংগৃহীত ছিল।
“আজকের পর থেকে এখানে অন্যান্য শিল্পীদের শিল্পকর্মও সংগৃহীত থাকবে।”
এই সংগ্রহশালা প্রতিষ্ঠার প্রশংসা করে রনবী বলেন, চারুশিল্পকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ প্রয়োজন।
“এক সময় শিল্পকলা একাডেমি ‘ভ্রাম্যমাণ চারুকলা’ কার্যক্রম চালু করেছিল। এতে ব্যাপক সাড়াও পড়েছিল। আমিও তখন দেশের বিভিন্ন জেলায় গেছি। এখন সেই কার্যক্রম বন্ধ হয়ে গেছে।”
অধ্যাপক কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য বলেন, “একটি নতুন পরিবেশে কাজ করার সুযোগ পেলাম। ভালো লাগছে। দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের কাজের পরিবেশ তৈরি হলে দেশের শিল্পজগত আরও সমৃদ্ধ হবে।”
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিটিউটের প্রভাষক বিমানেশ চন্দ্র বিশ্বাস বলেন, “নড়াইলে এস এম সুলতানের গ্রামে আমরা এ ধরনের একটি সংগ্রহশালা গড়ে তুলতে পারিনি। আমাদের ছাত্র-ছাত্রীরা রামপালের এই সংগ্রহশালা থেকে অনেক কিছু জানবেন ও শিখবেন।”
এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প সমালোচক সিলভিয়া নাজনীন ও বেসরকারী সংস্থা ‘আমাদের গ্রাম’ এর নির্বাহী পরিচালক রেজা সেলিম।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More