প্রচ্ছদ / খবর / বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে বাজার লণ্ডভণ্ড

বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে বাজার লণ্ডভণ্ড

KalBoishaki-Pic01বাগেরহাটে কালবৈশাখি ঝড়ে একটি বাজারের ২০টি ব্যবসা প্রতিষ্ঠান (দোকান) লন্ডভন্ড হয়ে গেছে।

শুক্রবার (০১ মে) সন্ধ্যায় সদর উপজেলার বেমরতা ইউনিয়নের আনোরডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

এসময় ঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন অন্তত ৩ জন। তাদেরকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

তবে, ঝড়ে ওই বাজারের ব্যবসায়ীদের কি পরিমান আর্থিক ক্ষতি হয়েছে তা তাৎক্ষনিক জানাতে পারেনি প্রশাসন।

বেমরতা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) সাজেদা বেগম শুনু বাগেরহাট ইনফো ডটকমকে জানান, সন্ধ্যায় মূষলধারে বৃষ্টির সময় আনোরডাঙ্গা বাজারের প্রচন্ড বেড়ে কালবৈশাখি আঘাত হানে। এতে বাজারের ২৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ২০টি সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে যায়।

KalBoishaki-Pic02-Bagerhatএক থেকে দেড় মিনিট স্থায়ী ওই কালবৈশাখি ঝড়ে অন্তত সাতটি দোকান পাশের খালে পড়ে যায়।

ঝড়ে বাজারের ব্যবসায়ীদের দোকানের চাল, ডাল, আটা, ময়দা ভিজে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান তিনি।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বিষয়টি তিনি শুনেছেন। শনিবার সকালে প্রশাসনের একটি দল সেখানে পরিদর্শনে যাবে। ক্ষতিগ্রস্থদের তালিকা করে সাহায্য দেয়া হবে।

০১ মে ২০১৫ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এজি/আই হকএনআর এ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ