বাগেরহাটে একটি বিল থেকে নূর ইসলাম বক্স (৫০) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নূর ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বরইতলা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। গত ৭ মে থেকে নিখোঁজ ছিলেন তিনি।
বাগেরহাট মডেল থানার ওসি মো. তোজাম্মেল হক জানান, শনিবার দিবাগত গভীর রাতে বাগেরহাট সদর ও ফকিরহাট উপজলার সীমান্তবর্তি বালিয়াডাঙ্গা গ্রামের বিল থেকে নূর ইসলামের লাশটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগ তার মত্যু হয়েছে।
নুর ইসলামের পরিবারর বরাত দিয়ে ওসি তোজাম্মেল বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, গত ৫ মে জেলার ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বজলু চাকলাদার নামের এক ব্যক্তি তার পানের বরজে কাজ করানোর জন্য দিনমজুর নূরকে নিয়ে যান। এর দুই দিন পর (৭ মে) থেকে তিনি নিখোঁজ হলে বিষয়টি নুরের পরিবারকে জানান বজলু।
পরে বজলুর বাড়ি থেকে বেশ দূরের ওই বিলে নূর ইসলাম বক্সের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, ‘এটি হত্যাকাণ্ড কিনা তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না” বলেও মন্তব্য করেন তিনি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More