প্রচ্ছদ / খবর / ফিস্টুলা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এ্যাডভোকেসী সভা

ফিস্টুলা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এ্যাডভোকেসী সভা

প্রসবজনিত কারনে প্রসূতী মায়েদের ফিস্টুলা (এক ধরনের রোগ) বিষয়ে বাগেরহাটে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে স্বাস্থ্য বিভাগের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে মীর জুলফিকার আলী লুলু মিলনায়তনে বাগেরহাট স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ইউএনএফপিএ ও বিডাব্লুউএইচসি এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. বাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট মো. শাহ আলম টুকু।

সভায় বক্তব্য দেন- জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডা. শাজাহান আলী, ডেপুটি সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফিজুর রহমান, অধ্যাপক এবিএম মোশাররফ হোসাইন, ডা. প্রদীপ কুমার বকসী প্রমূখ।

অবহেলিত হয়ে বেড়ে উঠা, অল্প বয়সে বিয়ে হওয়া, অল্প বয়সে গর্ভবতী ও ঝকিঁমুক্ত গর্ভকাল, বিলম্বিত ও বাধাগ্রস্থ প্রসব এবং চরম ঝুকির মধ্যে সন্তান প্রসবের কারণে মায়েদের প্রসবজনিত ফিস্টুলা রোগে মৃত্যুর ঝুকিঁ বেশি বলে চিকিৎসকরা দাবী করেন।

একারণে মায়েদের প্রসবজনিত ফিস্টুলা (নারীদের এক ধরনের রোগ) বিষয়ে জনসচেতনা বৃদ্ধিসহ নানাবিধ বিষয়ের উপর গুরত্বপূর্ণ আলোচনায় উঠে আসে।

এ্যাডভোকেসী সভায় বাগেরহাট জেলায় কর্মরত ৫০জন সংবাদ কর্মী অংশ নেন।

১৩ মে ২০১৫ :: সিনিয়র করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হকএনআর এ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ