মঙ্গলবার গভীর রাতে বাগেরহাটে আরও দু’টি মন্দিরে অগ্নিসংযোগ করেছে র্দুবৃত্তরা । এ ঘটনায় এলাকার মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার গভীর রাতে চিতলমারী উপোজেলার হিজলা ইউনিয়নের উত্তর কুড়ালতলা গ্রামের তালাবদ্ধ কালি মন্দিরের অগ্নিসংযোগে ঘটনা ঘটেছে। এতে মন্দিরের শ্যামা মূর্তিটি পুঁড়ে ক্ষতিগ্রস্থ হয়। অপরদিকে, বাগেরহাট সদরের ষাটগম্বুজ ইউনিয়নের সোনাতলা পালপাড়া কালি মন্দিরেও অনুরূপ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এদিন শরণখোলার মালিয়া রাজাপুরে এক হিন্দু বাড়িতে ও একটি মন্দিরে অগ্নিসংযোগের চেষ্টা করলে এলাকাবাসীর ধাওয়ার মুখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ, এর আগে মোড়েলগঞ্জের দু’টি মন্দিরে ও সংখ্যলঘুর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More