প্রচ্ছদ / খবর / মোরেলগঞ্জে ৭ জুয়াড়ি’র কারাদন্ড

মোরেলগঞ্জে ৭ জুয়াড়ি’র কারাদন্ড

বাগেরহাটের মোরেলগঞ্জে চলা একটি যাত্রার আসর থেকে সাত জুয়াড়িকে আটকের পর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার গভীর রাতে বাগেরহাটের নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এই দন্ডাদেশ দেন।

শনিবার (১৬ মে) সকালে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন- জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের শহীদুল ইসলাম (৪৬), মো. ওবায়দুল ইসলাম (৩৫), চাঁন মাঝি (৩৫), একই উপজেলার চন্ডীপুর গ্রামের মনিরুজ্জামান (৪০), নাসির শেখ (৩৬) এবং পিরোজপুরের মধ্যে রাস্তা এলাকার শাহীন (৩৫) ও পশ্চিম শিকারপুর এলাকার উত্তম হালদার (৪০)।

এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বাগেরহাট ইনফো ডটকমকে জানান, মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা এলাকায় চলা যাত্রার আসরে জুয়া চলছে, গোপণ সংবাদের ভিত্তিতে এ খবরে পুলিশ নিয়ে সেখানে অভিযানে গিয়ে হাতেনাতে ৭ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশকিছু নগদ টাকা ও জুয়ার গুটি উদ্ধার করা হয়।

পরে তাদের ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয় আদলত।

১৬ মে ২০১৫ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হকএনআর এ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ