প্রচ্ছদ / খবর / মোরেলগঞ্জে ৪ জেলেকে দন্ড দিয়ে ৫ লাখ রেনু অবমুক্ত

মোরেলগঞ্জে ৪ জেলেকে দন্ড দিয়ে ৫ লাখ রেনু অবমুক্ত

Ranu-Pona-Uddarবাগেরহাটের মোরেলগঞ্জে বাগদা চিংড়ির রেণু পোনা বহনের দায়ে ৪ জেলেকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যামান আদালত।

একই সাথে দন্ডপ্রাপ্ত জেলেদের কাছ থেকে উদ্ধার হওয়া ৫ লাখ বাগদা চিংড়ির রেণু পোনা নদীতে অবমুক্তের নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হালিম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- বরগুনা জেলার তালতলী উপজেলার আব্দুল গফ্ফার আকনের ছেলে খালেক আকন (৪০), সেকান্দার হাওলাদারের ছেলে মো. হাবিবুর রহমান হাওলাদার (৪০), আব্দুল মান্নান সরদারের ছেলে খালেক সরদার (৩৫) এবং মো. আলতাফ মুন্সির ছেলে মো. লাল চান মুন্সি (২৫)।

এর আগে কোষ্টগার্ড পশ্চিম জোনের মোরেলগঞ্জ কন্টিনজেন্ট’র একটি টহল দল পানগুছি নদী থেকে ট্রলারসহ ৪ জেলেকে আটক করে।

কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার সকাল ১১টায় দিকে মোরেলগঞ্জে উপজেলার পানগুছি নদীর কাঠালতলা এলাকা থেকে একটি ট্রলারসহ ওই জেলেদেরকে আটক করে। এ সময় ওই জেলেরা বরগুনা থেকে বাগেরহাটের উদ্যেশে যাচ্ছিল।

পরে আটক জেলেদের ভ্রাম্যমান আদালতে হাজির করে কোস্টগার্ড। এসময় আদালত ওই ৪ জেলের প্রত্যেককে  তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

এছাড়া আদালতের নির্দেশে উদ্ধারকৃত ৫ লাখ বাগদা চিংড়ির রেণু পোনা মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে অবমুক্ত করা হয়।

রায়ের পর দন্ডপ্রাপ্ত জেলেদের মোরেলগঞ্জ থানা পুলিশের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

২১ মে ২০১৫ :: উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হকএনআর এ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ