প্রচ্ছদ / খবর / বাগেরহাটে মহাসড়ক অবরোধের ৩ ঘন্টা পর প্রত্যাহার

বাগেরহাটে মহাসড়ক অবরোধের ৩ ঘন্টা পর প্রত্যাহার

Bagerhat-Pic-1(25-05-2015)Aborod-Stikমাহেন্দ্র, নছিমন, করিমন ও ব্যাটারী চালিত ইজিবাইক বন্ধের দাবিতে বাগেরহাটে বাস-মিনিবাস মালিক সমিতি প্রায় ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ করে।

সোমবার বেলা সাড়ে ১২টায় আকষ্মিকভাবে রুপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতি’র নেতা-কর্মীরা জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে।

প্রায় তিন ঘন্টা ধরে চলা আকষ্মিক এ অবরোধের ফলে বাগেরহাট-খুলনা-মাওয়া ও মংলা মহাসড়কে তীব্র যানচজের সৃষ্টি হয় ।

পরে অবৈধ যানবাহন চলাচল বন্ধে স্থানীয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বিকাল সাড়ে ৩টার দিকে বাস-মিনিবাস মালিক সমিতি অবরোধ তুলে নেয়।

রুপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি এস এম মোজাফফর রশিদী রেজা বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে সড়ক থেকে অবৈধ মাহেন্দ্র, নছিমন, করিমন ও ব্যাটারী চালিত ইজিবাইক বন্ধ করতে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন তা করছে না।

‘এসব অবৈধ যানবাহন বন্ধের দাবিতে দুপুরে সড়ক অবরোধ করা হয়। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আমারা অবরোধ তুলে নেই।’

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্য (ওসি) মো. আব্দুল মান্নান ফরাজী বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বাস মালিকদের আকষ্মিক অবরোধের কারনে সড়ক ও মহাসড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান হয়েছে।

তারা অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে বলে জানান তিনি।

২৫ মে ২০১৫ :: স্টাফ ও উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হকএনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ