মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে বাগেরহাটের বারাকপুর বাজারে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা পরিষদ।
বুধবার (৩ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলা ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর বাজারে স্বাধীনতা স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু প্রধান অতিথি থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করে।
বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য দেন- সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম এহতেশামুল হক, বাগেরহাট প্রেসক্লাবের সেক্রেটারি অধ্যাপক মাহফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট পারভীন আহমেদ, ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, ইউপি আওয়ামীলীগ সভপতি এডভোকেট ইলিয়াস আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, বারাকপুর বাজার কমিটির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More