প্রচ্ছদ / খবর / বাগেরহাটে আইনজীবীর বাসায় ডাকাতি, আহত-১

বাগেরহাটে আইনজীবীর বাসায় ডাকাতি, আহত-১

Bagerhat-Pic-2(18-06-2015)বাগেরহাটের অতিরিক্ত সরকারি কৌসুলী (এ জিপি) অ্যাড. ভবরঞ্জন মজুমদারের ভাড়া বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার রাত সোয়া ৩টার দিকে শহরের খারদ্বার এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে সরকারি অতিরিক্ত কৌসুলী অ্যাড. ভবরঞ্জন মজুমদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশের ধারণা ঘটনার সঙ্গে তার ছেলে জড়িত থাকতে পারে।

অ্যাড. ভবরঞ্জন মজুমদার শহরের খারদ্বার এলাকায় একটি চার তলা ভবনের ২য় তলায় স্বপরিবারে ভাড়া থাকতেন।

বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে বাগেরহাট ইনফো ডটকমকে তিনি জানান, ২য় তলার ওই ফ্ল্যাটে তার চেম্বারে তিনি একটি গুরুত্বপূর্ণ মামলার কাজ করছিলেন। এসময় গ্রিল কেটে ৫ ডাকাত ঘরে ঢুকে তার উপর হামলা চালান। তার আর্তচিৎকারে বাসার অন্যরা জেগে গেলে দুটি মোবাইল সেট নিয়ে ডাকাতরা চাবি দিয়ে নিচতলার গেট খুলে পালিয়ে যান।

বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সঙ্গে তার মাদকাসক্ত ছেলে জড়িত বলে প্রথমিকভাবে পুলিশ ধারণা করছে।

এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

১৮ জুন ২০১৫ :: আলী আকবর টুটুল, স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ