বাগেরহাটের চিতলমারী উপজেলার একটি গ্রাম থেকে আব্দুল মান্নান ফকির (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার ঘোলা গ্রামের নিহতের শ্যালক সেলিম ফকিরের বসত ঘরের পিছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
চিতলমারীর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ বাগেরহাট ইনফো ডটকমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বসত ঘরের পিছন থেকে লাশটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য দুপুরে তার লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মান্নান ফকির চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সিরাজুল হক ফকিরের ছেলে। তার মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে সেলিম ফকিরের বাড়ির লোকজন।
নিহতের বড় ভাই আব্দুল হান্নান ফকির বলেন, আমার ভাই মান্নান একজন প্রতিষ্ঠিত গরু ব্যবসায়ী। রবিবার বিকালে মোল্লাহাট উপজেলার উদয়পুর হাটে ১০টি গরু বিক্রি করে বাজারে আসে। রাত ১০ টার দিকে তার শ্যালক সেলিম ফোনে তাদের বাড়িতে যাওয়ার জন্য বলে।
সে গরু বিক্রি করে প্রায় সাড়ে তিন লাখ নিয়ে পাশের ঘোলা গ্রামে তার শশুর বাড়িতে অবস্থান করেন।
‘পরিকল্পিত ভাবে তার ভাইকে হত্যার পর শশুর বাড়ির লোকজন ওই টাকা নিয়ে পালিয়েছে’ বলে অভিযোগ তার।
এসআই ফিরোজ আহম্মেদ বলেন, নিহতের হাতে বিদ্যুতের তার জড়ানো ছিল। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে পোড়া দাগ পাওয়া গেছে।
ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানান তিনি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More