প্রচ্ছদ / খবর / উত্তাল সাগরে দুই ট্রলার ডুবি, ২৮ জেলে জীবিত উদ্ধার

উত্তাল সাগরে দুই ট্রলার ডুবি, ২৮ জেলে জীবিত উদ্ধার

Fishing-Botসৃষ্ট নিম্নচাপের ফলে উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দু’টি মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা মাঝিমাল্লাদের জীবিত উদ্ধার করা গেছে।

ডুবে যাওয়া ট্রলার দু’টি হলো- ‘এফ.বি জয়’ এবং ‘এফ.বি মায়ের দোয়া’।

সোমবার দিবগত গভীর রাতে সুন্দরবনের দুবলারচর সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ১৪ জেলেকে নিয়ে ‘এফ.বি জয়’ নামে একটি ট্রলার ডুবে যায়। র‌্যাব-৮ সাগরে ডুবে যাওয়া ওই ট্রলারসহ ১৪ জেলেকে উদ্ধার করেছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব-৮) অধিনায়ক মেজর আদনান কবির বাগেহরাট ইনফো ডটকমকে জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হটাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। সাগরে ওই এলাকায় মাছ ধরতে ফিরে আসা জেলেদের মাধ্যমে খবর পেয়ে র‌্যাব-৮ এর মেহের আলী’র চর ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধারে যায়।

মঙ্গলবার (২৩ জুন) ভোর ৫টার দিকে ডুবে যাওয়া ট্রলার এবং ট্রলারে থাকা ১৪ জেলেকে উদ্ধার করে র‌্যাব।

উদ্ধারকৃতদের সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের মেহের আলীর চরে র‌্যাব-৮ এর ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

উদ্ধার হওয়া জেলেদের বাড়ী বরগুনার পাথরঘাটা এলাকায়। তারা সবাই সুস্থ্য আছেন বলেও জানিয়েছে র‌্যাব।

এর আগে সোমবার (২২ জুন) সকাল ৯টার দিকে সুন্দরবনের কচিখালী ডিমের চর সংলগ্ন বঙ্গোপসাগরে প্রচন্ড ঢেউয়ের কারনে ১৪ জেলে নিয়ে ‘এফ.বি মায়ের দোয়া’ নামে একটি মাছধরা ট্রলার ডুবে যায়।

প্রায় দুই ঘণ্টা বয়া ধরে সাগরে ভেসে থাকার পর অন্য মাছধরা ট্রলার তাদের উদ্ধার করে।

কচিখালী এলাকার মৎস্য ব্যবসায়ী আলাউদ্দিন জানান, ‘সাগরে প্রচণ্ড রুলিং হচ্ছে। গতকাল সকালে চরদুয়ানী এলাকার এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরা ট্রলার প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ডুবে যায়।’

‘পরে ওই ট্রলারে থাকা মিজান মাঝিসহ ১৪ জন জেলেকে দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য মাছধরা ট্রলারের সহায়তায় উদ্ধার করা হয়। তবে ডুবে যাওয়া ট্রলারটি খুঁজে পাওয়া যায়নি।’

এদিকে, নিম্নচাপের কারণে রোববার ভোর থেকে বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় থেমে থেমে আবার কখনো মুসলধরে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে।

২৩ জুন ২০১৫ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ