কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (০৬ জুলাই) বিকেলে বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্যা এ কার্যক্রমের উদ্বোধন করেন।
মৎস্য চাষে সাধরণ জনসাধারণকে উদ্বুদ্ধ করতে বাগেরহাট (সদর) মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে দিঘিতে রুই, কাতলা ও মৃগা মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহিদ হোসেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোজাম্মেল হক, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, ষাটগম্বুজ সমজিদের খতিব মাওলানা শেখ হেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার নিজামুল হক মোল্যা বলেন, দেশ-বিদেশে আমাদের মাছের বিপুল চাহিদা রয়েছে। এ কারণে জনসাধারণকে মাছ চাষে উদ্ধুদ্ধ করতে নানা মুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মিঠা পানিতে রুই, কাতলা ও মৃগা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More