শিক্ষার্থীদের মেধা বিকাশ ও তাদের মাঝে দুর্নীতি বিরোধী চেতনা সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
‘যুক্তির আলোকে খুঁজি দুর্নীতি প্রতিরোধের পথ’ এই শ্লোগানে বাগেরহাট সনাক ও ইয়েস গ্রুপ এই আয়োজন করে।
বুধবার (১৯ আগস্ট) দিনব্যাপি বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার মাধ্যমিক পর্যায়ের ৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাগেরহাট সনাকে’র শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহবায়ক প্রফেসর এবিএম. মোশাররফ হুসাইন। তিনি ছাড়াও বিচারক হিসেবে ছিলেন, সনাক সদস্য খোন্দকার আসিফউদ্দিন রাখী, মোরশেদুর রহমান এবং স্বজন সদস্য এফ. এম. মোস্তাফিজুল হক।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাগেরহাট সরকারি বলিকা উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল। শ্রেষ্ঠ তার্কিক হওয়ার গৌরব অর্জন করে বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইফফাত আরা নূর নিঝুম।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More