বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ও তিন শিক্ষক বিদ্যালয় চলাকালে মাসহিস্টিরিয়া রোগ আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের সমাবেশ (অ্যাসেম্বেলি) শেষে শ্রেণিকক্ষে গিয়ে একে একে শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। অসুস্থদের মধ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা বেশি।
ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রিন তালুকদার বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, প্রতিদিনের মতো বুধবার সকাল পৌনে ১০টায় বিদ্যালয় মাঠে অ্যাসেম্বেলি শুরু হয়। অ্যাসেম্বেলি শেষে শ্রেণিকক্ষে যাওয়ার কিছুক্ষণ পর শিক্ষার্থীরা একে একে অসুস্থ হতে শুরু করে।
বুধবার বিদ্যালয়ে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। এ ঘটনায় আগামী দু’দিন (বৃহস্পতিবার ও শনিবার) বিদ্যালয় ছুটি ঘোষণা কর হয়েছে।
বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মো. মনিরুজ্জামান হওলাদার বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, শ্রেণিকক্ষে পাঠদান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীদের কেউ কেউ মাথা ব্যথা করছে বলে জানায়। এর দুই/এক মিনিটের মধ্যে তারা জ্ঞান হারিয়ে ফেলে। একে একে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের কারো কারো খিচুনিও হয়।
এসময় বিদ্যালয়ের শিক্ষক মল্লিকা নাথ, মো. কামরুল ইসলাম ও মো. বিল্লাল হোসেনও অসুস্থ হয়ে পড়েন। আমরা অসুস্থ শিক্ষক-শিক্ষার্থীদের দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠিয়েছি। ঘটনার পর পর বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।
তিনি বলেন, প্রায় সব শ্রেণির শিক্ষার্থীই অসুস্থ হয়েছে। তবে এদের মধ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীর সংখ্যাই বেশি।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওবায়দুর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, অসুস্থ শিক্ষক ও শিক্ষার্থীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ঘটনাস্থলে সাত সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়।
এর আগে মঙ্গলবারও ওই বিদ্যালয়ের আট/দশজন শিক্ষার্থী অসুস্থ হয়েছিল। এ অবস্থায় আগামী রোববার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত বিদ্যালয়টি ছুটি ঘোষণা করা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন মোহাম্মদ ইউসুফ বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বিষয়টি নিয়ে আত্মঙ্কিত হওয়ার কিছু নেই। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ কামাল হোসেন মুফতির নেতৃত্বে সাত সদস্যের মেডিকেল টিম ওই এলাকায় গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা প্রদান করেন।
ডাঃ কামাল হোসেন মুফতি জানান, প্রাথমিকভাবে এটি মাসহিস্টেরিয়া রোগ বলে ধারণা করা হচ্ছে। ৬ষ্ঠ শ্রেণির একজন ছাত্রী ছাড়া বাকিরা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More