বাগেরহাটের কচুয়ায় জামায়াতের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটকরা হলেন, কচুয়া সদরের রাহাতুল ইসলাম শাকিল (২৭), মঘিয়া গ্রামের ছেলে আব্দুল্লাহ আল জোবায়ের রানা (২৬) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার সোনাকান্দ গ্রামের সোহেল রানা (২৭)।
কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশের ওপর হামলার ঘটনায় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, বিএনপির ডাকা মঙ্গলবারের (১২ মার্চ) হরতালে জেলায় দু’ একটি টেম্পু, রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও সাইকেল ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। জেলার কোথাও হরতালের পক্ষে ও বিপক্ষে তেমন কোনো মিছিল মিটিং হয়নি।
তবে জেলা জাতীয়তাবাদী আইনজীবি সমিতি সকাল ১১.৩০ এর দিকে কোর্ট চত্তরে হরতালের সমার্থনে মিছিল করেছে।
শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More