বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের ৭৫ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলের হিরণ পয়েন্ট ও দুবলার চর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেদের সুন্দরবনে কোস্ট গার্ডের দুবলারচর স্টেশন এবং হিরণ পয়েন্টে নৌবাহিনীর ক্যাম্পে নেয়া হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ বাগেরহাট ইনফো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে সাগর খুব উত্তাল। রোববার সকাল থেকেই বিভিন্ন মাধ্যমে মাছধরা ট্রলার ডুবি ও জেলে নিখোঁজের খবর পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে সাগর ও উপকূলে উদ্ধার অভিযানে নামে কোস্টগার্ড ও নৌবাহিনী।
এর মধ্যে বঙ্গোপসাগরের হিরণপয়েন্ট এলাকা থেকে ডুবে যাওয়া ট্রলারের ২৫ জেলেকে উদ্ধার করে নৌবাহিনীর একটি টহল জাহাজ। অন্যদিকে, দুবলারচর সংলগ্ন উপকূলীয় সাগর থেকে কোস্টগার্ডের টহল দল ডুবে যাওয়া ট্রলারের ৫০ জেলে উদ্ধার করেছে।
এছাড়া প্রবল ঢেউয়ের আঘাতে তলা ফেটে যাওয়া একটি ট্রলার উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
তবে তাৎক্ষনিক ভাবে উদ্ধার হওয়া জেলেদের নাম পরিচয় পাওয়া যায় নি। তাদের সবার বাড়ি বাগেরহাটের শরণখোলা, রামপাল ও বরগুনার পাথরঘাটা এলাকায়।
। বঙ্গোপসাগরে ৩০ ট্রলার ডুবি, নিখোঁজ ২৫ জেলে
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More