বাগেরহাটের মোরেলগঞ্জে বোনের ইজ্জত বাঁচাতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন ছোট ভাই।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে মোরেলগঞ্জ উপজেলার সেরেস্তাদার বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত মনু শেখ (১৮) উপজেলা সদরের ফারুক শেখের ছেলে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়।
হামলাকারীরা সবাই ছাত্রলীগ কর্মী বলে দাবি ভুক্তভোগীর পরিবারের।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সেরেস্তাদারবাড়ি সার্বজনীন পূজামন্ডপের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান মনু শেখ ও তার বড় বোন (২০)। রাত আনুমানিক ১০টার দিকে একদল বখাটে যুবক মনুর বোনকে উত্যাক্ত করতে শুরু কর।
একপর্যায়ে হাত ও পোশাক ধরে টানাটানি শুরু করে তারা। এ সময় তার ছোট ভাই মনু বাধা দিতে গেলে বখাটে ওই যুবকেরা মনুকে জামায়াত-শিবির খেতাব দিয়ে বেধড়ক পিটিয়ে নিকটস্থ চিতায় ফেলে রাখে।
ঘটনার সময় মারপিট থেকে ওই যুবককে বাঁচাতে গিয়ে ৬ থেকে ৭ জন আহত হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এরা হলেন- রাসেল (১৭), এমদাদ (১৯), মিজান, সজিব, রাজীব, রানা।
তবে হামলার বিষয়ে মনুর পরিবারের অভিযোগ অস্বীকার করে মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ওবায়দুল ইসলাম টিটু বলেন, ‘এ ঘটনায় ছাত্রলীগের কোন সংশ্লিষ্টতা নেই।’
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More