প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / নিহত পুলিশ কর্মকর্তার দাফন সম্পন্ন

নিহত পুলিশ কর্মকর্তার দাফন সম্পন্ন

ASI-IBRAHIIM-MOLLAHরাজধানী ঢাকায় সন্ত্রাসীরা ছুরিকাঘাতে নিহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইব্রাহিম মোল্লার দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার পালপাড়ায় নিহতের গ্রামের বাড়ি তার মরদেহ দাফন করা হয়।

এর আগে রাত ১০টার কিছু আগে স্থানীয় পালপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে নিহতের দ্বিতীয় নামাজের জানাজা অংশ নেয় এলাকার শতশত মানুষ।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শমসের আলী বাগেরহাট ইনফো ডটকমকে জানান, শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে পুলিশ ভ্যানে ঢাকা থেকে তার মরদেহ বাড়িতে পৌঁছায়। এসময় সেখানে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতি। নিহত ইব্রাহিম মোল্লার মরাদেহ শেষ বারের মতো একনজর দেখতে ছুটে আসেন শতশত মানুষ।

এদিকে ইব্রাহিমের স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার বাতাস। কেউই সান্তনা দিতে পারছেনা সন্তান হারা বৃদ্ধ বাবা-মা কে। বাড়ি ভর্তি  মানুষের ভীড়ে নিহত পুলিশ কর্মকর্তার অবুঝ শিশু দুটির অপলোক দৃষ্টি যেন কেবলই খুজছিলো তাদের বাবাকে।

দ্রুত সময়ের মধ্যে স্বামীর হত্যাকারিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন নিহত ইব্রাহিমের স্ত্রী ও স্বজনেরা।

বৃদ্ধ বাবা-মা, বিধবা বোন, স্ত্রী-সন্তানসহ ৮ সদস্যের পরিবারের এক মাত্র উপার্যনক্ষম ব্যাক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। সরকারকে পরিবারের পাশে দাড়াতে দাবি জানিয়েছেন এলাকাবাসি।

বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার গাবতলী সেতুর কাছে পর্বত সিনেমা হলের সামনে পুলিশের একটি তল্লাসি চৌকিতে কর্তব্য পালনকালে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে নিহত হন দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইব্রাহিম মোল্লা।

২৩ অক্টোবর :: সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ