বাগেরহাটে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিন উদযাপিত করেছে তার ভক্তদের সংগঠন ‘হিমু পরিবহন’।
জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার (১৩ নভেম্বর) বাগেরহাট যদুনাথ স্কুল এন্ড কলেজে কেক কাটেন সংগঠনের বাগেরহাট শাখার সদস্যরা। এর আগে হুমায়ূন আহমেদ স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে হিমু পরিবহন।
যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বাগেরহাটে হিমু পরিবহনের সভাপতি অজয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্কাউটস্ কমিশনার হায়দার আলী বাবু, সাকির হোসেন, আশরাফুদ্দৌলা জুয়েল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী, লেখা ও তার নির্মিত সিনেমা নিয়ে আলোচনা করেন। ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়টিও বার বার উঠে আসে বক্তাদের আলোচনায়।
আলোচনা সভা শেষে হিমু পরিবহন-বাগেরহাটের উদ্যোগে তৈরি দেয়ালিকা উন্মোচন ও বিদ্যালয় প্রাঙ্গনে কদম গাছের চারা রোপন করা হয়।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More