সুন্দরবনের অরণ্য থেকে তরিকুজ্জামান সোহাগ (১৮) নামে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের ৪দিন পর বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের ধানসাগর ষ্টেশন সংলগ্ন বন থেকে মৃতদেহটি উদ্ধার করে।
তরিকুজ্জামান সোহাগ শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত বাদশা তালুকদারের ছেলে।
নিহতের মা তাসলিমা বেগম জানান, ১৪ নভেম্বর বিকেলে বাড়ি থেকে বেরিয়েকর্মস্থল ঢাকার উদ্দেশ্যে রওনা হন সোহাগ। এর পর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল।
পরদিন ১৫ নভেম্বর অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে ছেলেকে ফিরে পেতে ১০ লখ টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি শরণখোলা থানা পুলিশকেও জানানো হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, সুন্দরবনের ধানসাগর ষ্টেশন সংলগ্ন বনে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে জেলেরা বন বিভাগ ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এসময় মৃতদেহের পাশে পাওয়া একটি ব্যাগে থাকা কাগজ পত্র ও ছবি দেখে সোহাগের পরিচয় নিশ্চিত হন তারা।
প্রাথমিক ভাবে এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হচ্ছে উল্লেখ করে ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনার প্রায় দেড় বছর আগে সোহাগের বড় বোনকেও দুর্বৃত্তরা হত্যা করেছিল বলে পরিবারের অভিযোগ পাওয়া গেছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More