বাগেরহাটের রামপালে ১০টি হাতবোমাসহ উপজেলা জামায়াতের আমির ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- রামপাল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. জুলফিকার আলী (৪২) ও জামায়াত কর্মী মুস্তাফিজুর রহমান (৩৫)। তারা উপজেলার বাঁশতলি ও দেবিপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার সোনাতুনিয়া দাখিল মাদ্রাসার পাশ থেকে গোপন বৈঠককালে তাদের গ্রেপ্তার করা হয় বলে রামপাল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।
বাগেরহাট ইনফো ডটকমকে তিনি বলেন, “এলাকায় নাশকতা সৃষ্টির জন্য জুলফিকার স্থানীয় একটি মাদ্রাসার পিছনে তার সহযোগীদের নিয়ে বৈঠক করছে- সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেয়া অন্য সদস্যরা পালিয়ে গেলেও ঘটাস্থাল থেকে ১০টি তাজা বোমা এবং ধাওয়া করে দু’জনকে গ্রেপ্তার করা হয়।”
তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য আইনে রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে। জামায়াত নেতা জুলফিকারের নাশকতার তিন মামলায় পুলিশের অভিযোগপত্রভুক্ত আসামি বলেও জানান তিনি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More