প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ইউডিসি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগেরহাটে ইউডিসি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Bagerhat-Pic-1(28-11-2015)বাগেরহাটে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

পরে জেলা পরিষদ অডিটরিয়ামে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি ফিতা কেটে ইউডিসি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোমিনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস প্রমুখ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের (এটুআই) সহযোগিতায় জেলা প্রশাসন এ আয়োজন করে। অনুষ্ঠানে জেলার ৭৫টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও জেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

২৮ নভেম্বর :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ