মংলা সমুদ্র বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় আল হেলাল-১ নামের একটি ভলগেট নৌযান ডুবে গেছে।
বৃহস্পতিবার বিকেলে নৌযানডুবির পর সন্ধ্যা পর্যন্ত কোনো ধরনেরর উদ্ধার তৎপরতা শুরু করেনি বন্দর কর্তৃপক্ষ।
এদিকে, নৌযান ডুবির ফলে হাড়বাড়িয়ার পাঁচ নম্বর বয়া এলাকায় একটি বিদেশি জাহাজের ভেড়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।
বন্দরের হারবার বিভাগ জানায়, দুপুর ১টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ার ৫নং বয়ায় থাকা বিদেশি জাহাজ এমভি ইয়ানচুন পণ্য খালাস শেষে বন্দর ছেড়ে যায়। এই জাহাজ থেকে নৌযানটি (ভলগেট) পণ্য ওঠানো-নামানোর যন্ত্র (স্থানীয়দের কাছে গ্রাফ নামে পরিচিত) নিয়ে মংলায় আসার পথে নৌযানটির তলা ফেটে ডুবে যায়।
এরপর থেকে চ্যানেলটি চরমভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে হাড়বাড়িয়ার পাঁচ নম্বর বয়াতে এমভি ফনিক রাইজিং নামের বিদেশি জাহাজটির ভেড়ার শিডিউল বাতিল করা হয়।
নৌযানটি উদ্ধার না করা পর্যন্ত নতুন করে কোনো জাহাজ ভেড়ানো ঝুকিপূর্ণ হয়ে পড়েছে বলে বন্দরের হারবার সূত্রে জানা গেছে।
এদিকে, গত ২৭ অক্টোবর রাতে বন্দরের পশুর চ্যানেলের জয়মনি এলাকায় কয়লা নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি জি আর রাজ এখন পর্যন্ত উত্তোলন করা সম্ভব হয়নি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More