আসন্ন পৌরসভা নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীরা।
বুধবার (৯ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিক ভাবে মাঠে নামেন প্রার্থী ও তার সমর্থকেরা।
মোরেলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনিরুল হক তালুকদার এলাকায় না থাকলেও উপজেলা আ.লীগের সভাপতি তার পক্ষে প্রচারনা শুরু করেছেন।
তবে দলীয় গ্রুপিংয়ের কারনে স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখনও মেনে নিতে পারেননি কেন্দ্র মনোনীত এই মেয়র প্রার্থীকে। যে কারনে ‘এমপি গ্রুপ’ নামে পরিচিত একটি বড় অংশের মধ্যেই নির্বাচনী আমেজ নেই। তারা দলীয় কার্যালয়েও এখন আগের চেয়ে অনেক সময় কম দিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে বিএনপির প্রার্থী আব্দুল মজিদ জব্বারও প্রচারনা শুরু করেছেন। দলীয় নেতাকর্মীরাও তার সাথে নেমেছেন।
তবে, ঢাকায় একটি গাড়ি চুরির মামলায় কারাগারে থাকায় স্বতন্ত্র মেয়র প্রার্থী সোমনাথ দে’র পক্ষে মোরেলগঞ্জে কোন প্রচার প্রচারনাও নেই।
অবশ্য এর আগে ৪ ডিসেম্বর সোমনাথ দে এলাকায় মারপিটের শিকার হন। এরপর থেকে হুমকীতে থাকা তার কর্মীরা মাঠে নামতে পারছেন না অভিযোগ পাওয়া গেছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More