প্রচ্ছদ / খবর / প্রভাবমুক্ত নির্বাচনের দাবি মোরেলগঞ্জ বিএনপি’র

প্রভাবমুক্ত নির্বাচনের দাবি মোরেলগঞ্জ বিএনপি’র

Bagerhat-MorrelGong-Pic-1(12-12-2015)আসন্ন পৌর নির্বাচন অবাধ ও প্রভাবমুক্ত করার দাবি জানিয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে বিএনপি সমর্থীত মোরেলগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল মজিদ জব্বার সহ স্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ দাবি জানান।

সভায় বিএনপি নেতৃবৃন্দ বলেন, ‘আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব, গ্রপিং নেই। দলীয় প্রার্থীর সাথে সকলে মাঠে থাকবো। আমরা গতানুগতিক নির্বাচন চাই না। প্রভাবমুক্ত নির্বাচন চাই।’

মতবিনিময় সভায় আওয়ামী লীগ সমর্থক মেয়র প্রার্থীকে ইঙ্গিত করে অভিযোগ করা হয়, মোরেলগঞ্জ পৌর নির্বাচনকে প্রভাবিত করতে জনৈক এক মেয়র প্রার্থীর কিছু কর্মী-সমর্থক ভোটের আশাস সাধারণ ভোটারদের হুমকি ধামকি দিচ্ছে।

সভায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন, ‘আমরা প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা আশাকরি। ভোটের পরিবেশ উৎসবমুখর হলে বিএনপির প্রার্থী অনেক ব্যবধানে জয়লাভ করবে।’

মতবিনিময় সভায় মোরেলগঞ্জ পৌর নির্বাচন তদারকী কমিটির আহ্বায়ক ওয়ালিউর রহমান পল্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, অধ্যপাক আব্দুল আউয়াল, রুহুল আমীন ফকির, কাজী মরিুজ্জামান, সিকদার ফরিদুল ইসলাম, মাষ্টার শাহআলম, ফারুক হোসেন সামাদ, আফজাল জমাদ্দারসহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১২ ডিসেম্বর :: ­মশিউর রহমান মাসুম, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ