সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে বাগেরহাটের শরণখোলায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে শরণখোলা উপজেলার পাঁচ রাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তিনটি নছিমন বোঝাই ৬২ পিস সুন্দরী কাঠ উদ্ধার করা হয়েছে।
আটক যুবকরা হলেন- উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের হাসেম হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার ও রাজৈর গ্রামের ইব্রাহিমের ছেলে সোহেল হোসেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মিয়া বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের পাঁচ রাস্তা এলাকা থেকে সুন্দরী কাঠসহ দু’জনকে আটক করা হয়। এ ঘটনায় বন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটক দুই যুবক নিজেদের নছিমনের চালক বলে দাবি করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে পাচারকারীদের আটকের চেষ্টা চলেছে বলে জানান ওসি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More