ছোটদের বড় পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর (পিএসসি) প্রকাশিত ফলাফলে বাগেরহাটে পাসের হার ৯৮.৯০। ফলাফলে সবদিক থেকে এগিয়ে মেয়েরা।
বুধবার(৩০ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রাথমিকে বাগেরহাট জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২৬ হাজার ৬৪৩ জন। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৫ হাজার ৮৭০ শিক্ষার্থী।
পিএসসিতে অংশগ্রহণকারীদের মতো উত্তীর্ণের হারেও এগিয়ে মেয়েদের। জেলায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ১৪ হাজার ২৫৯ জন এবং ছাত্র ১১ হাজার ৬১১ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৫১৮ জন। জিপিএ’র দিক থেকেও বাগেরহাটে এগিয়ে মেয়েরা। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ৮১৫ জন এবং ছাত্র ৭০৩ জন।
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বাগেরহাট ইনফো ডটকমকে এ তথ্য নিশ্চিত করে জানান, প্রকাশিত ফলাফলে বাগেরহাট জেলায় ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। বেড়েছে পাশের হারও।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More