বাগেরহাট ইনফো ডটকম এর এডিটর-ইন-চিফ সরদার ইনজামামুল হক বুধবার (০৬ জানুয়ারি ১৬) রাতে ঢাকা থেকে বাগেরহাট ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়েন। বর্তমানে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় সে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। রাত থেকে আজ বেলা ৩ টা ৫ মিনিট পর্যন্ত তার জ্ঞান ফেরেনি । সবাই তার সুস্থ্যতার জন্য দোয়া করবেন।
৭ জানুয়ারি : এ্যাডমিন
বাগেরহাট ইনফো ডটকম।।
এন এইচ/বি এইচ/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More

