বাগেরহাটে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।
সোমবার (২৫ জানুয়ারি) সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম।
পরে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমিনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম টুকু ও অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জ্ঞান ভিত্তিক উদ্ভাবনী উপকরণ ব্যাংক, বীমা, পাসপোর্ট, ভূমি, প্রাণিসম্পদসহ বিভিন্ন দপ্তরের ৪০টি স্টল অংশ নিচ্ছে।
এর আগে মেলা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষাথী, সুশীল সমাজের প্রতিনিধি, জিও-এনজিও প্রতিনিধিদের অংশ গ্রহণে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More