বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা, শোভাযাত্রা ও সচেতনতামূলক প্রচারনা কর্মসূচি পালন করেছে ‘হিমু পরিবহণ’ নামে একটি সংগঠন।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) শহরের যদুনাথ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনের বাগেরহাট শাখার সদস্যরা। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দশানী স্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
সেখানে ক্যান্সার প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
হিমু পরিবহণ বাগেরহাটের সভাপতি ও দশানী যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সভায় অনান্যের মধ্যে বক্তব্য দেন, খান জাহান আলী ডিগ্রী কলেজের প্রভাষক শেখ হায়দার আলী বাবু, আসাফুদ্দৌলা জুয়েল, সাকির হোসেন, হোসেইন সৌরভ প্রমুখ।
হিমু পরিবহণ বাগেরহাটের কো অর্ডিনেটর শেখ হাসান হায়দার জানান, বাংলা সাহিত্যের কিংবদন্তী লেখক হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহণ সারা দেশে ক্যান্সার সচেতনতা সৃষ্টির লক্ষে ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছে। বাংলাদেশেই বিশ্বমানের একটি ক্যান্সার হাসপাতাল তৈরি এবং দেশকে ক্যান্সার মুক্ত করতে দেশব্যাপী সচেতনা সৃষ্টির লক্ষ নিয়ে কাজ করছেন তারা।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More