প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / ইউপিতে বাগেরহাটে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

ইউপিতে বাগেরহাটে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

Election preparations startআসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

প্রথম ধাপে দেশের ৭৩৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আসছে ২২ মার্চ। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড এরই মধ্যে এসব ইউপিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।

এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ প্রার্থীদের চূড়ান্ত এ নাম ঘোষণা করেন।

বাগেরহাটের ইউনিয়ন গুলোতে আওয়ামী লীগের প্রার্থী হলেন যারা-

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে- শেখ বশিরুল ইসলাম, বেমরতা ইউনিয়নে- মনোয়ার হোসেন টগর, গোটাপাড়া ইউনিয়নে- শেখ সমশের আলী, বিষ্ণুপুর ইউনিয়নে- শংকর কুমার চক্রবর্তী, বারুইপাড়া ইউনিয়নে- মো. ছরোয়ার হোসেন, যাত্রাপুর ইউনিয়নে- মোল্লা আবদুর মতিন, খানপুর ইউনিয়নে- ফকির ফহম উদ্দিম, রাখারগাছি ইউনিয়নে- শেখ আবু শামীম (আসনু), ডেমা ইউনিয়নে- মো. মনি মল্লিক ও ঘাটগম্বুজ ইউনিয়নে- শেখ আক্তারুজ্জামান বাচ্চু।

মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে- শেখ কবির উদ্দিন, মিঠাখালী ইউনিয়নে- মো. ইস্রাফিল হাওলাদার, চিলা ইউনিয়নে- গাজী আকবর হোসেন, সোনাইতলা ইউনিয়নে- নাজিনা বেগম নারজিনা, বুড়িরডাংগা ইউনিয়নে- নিখিল চন্দ্র রায় ও চাঁদপাই ইউনিয়নে- মোল্লা মো. তারিকুল ইসলাম।

রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে- মো. গিয়াস উদ্দিন গাজী, উজলকুড় ইউনিয়নে- গাজী আকতারুজ্জামান, বাইনতলা ইউনিয়নে- মো. আবদুল্লাহ ফকির, রামপাল ইউনিয়নে- এসএম জামিল হাসান, রাজনগর ইউনিয়নে- সরদার আ. হান্নান, হুড়কা ইউনিয়নে- তপন কুমার গোলদার, পেড়িখালী ইউনিয়নে- মো. রফিকুল ইসলাম বাবুল, ভোজপাতিয়া ইউনিয়নে- মো. নূরল আমিন শেখ, মাল্লিকের বেড় ইউনিয়নে- তালুকদার নাজমুল কবির ও বাঁশতলী ইউনিয়নে- শেখ মোহাম্মদ আলী।

কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নে- এসএম নাসির উদ্দিন, ধোপাখালী ইউনিয়নে- মো. মকবুল হোসেন, মঘিয়া ইউনিয়নে- পংকজ কান্তি অধিকারী, কচুয়া ইউনিয়নে- শিকদার হাদিউজ্জামান, গোপালপুর ইউনিয়নে- এসএম আবু বক্কর সিদ্দিক, বাড়ীপাড়া ইউনিয়নে- তাছলিমা বেগম ও বাধাল ইউনিয়নে- নকীব ফয়সাল অহিদ।

চিতলমারী উপজেলার বড়বাড়ীয়া ইউনিয়নে-অহিদুজ্জামান পান্না শেখ, কলাতলা ইউনিয়নে-শিকদার মতিয়ার, হিজলা ইউনিয়নে-কাজী আজমীর আলী, শিবপুর ইউনিয়নে-অহিদুজ্জামান মোল্লা, চিতলমারী ইউনিয়নে-মো. নিজাম উদ্দিন শেখ, চরবানিয়ারী ইউনিয়নে-অশোক কুমার বড়াল ও সন্তোষপুর ইউনিয়নে বিউটি আক্তার।

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নে- স্বপন কুমার দাশ, লখপুর ইউনিয়নে- মো. আবুল হোসেন, পিলজঙ্গ ইউনিয়নে- খান শামীম জামান পলাশ, ফকিরহাট ইউনিয়নে- শিরীনা আক্তার, বাহরদিয়া মানসা ইউনিয়নে- মো. রেজাউল করিম ফকির, নলধা মৌভোগ ইউনিয়নে- কাজী মুহম্মদ মহসীন, মুলঘর ইউনিয়নে- হিটলার গোলদার ও শুভদিয়া ইউনিয়নে- মো. শহীদুল ইসলাম।

মোল্লারহাট উপজেলার উদয়পুর ইউনিয়নে-এসকে হায়দার মামুন, চুনখোলা ইউনিয়নে-মুন্সী তানজিল হোসেন, কুলিয়া ইউনিয়নে- বাবলু মোল্লা, গাওলা ইউনিয়নে-শেখ রেজাউল কবির, কোদালিয়া ইউনিয়নে-বিএসএমবি জামান সাইফুল ও আটজুড়ি ইউনিয়নে মশিউর রহমান মিয়া।

মোরলগঞ্জ উপজেলার তেলগাতি ইউনিয়নে- মোরশেদা আক্তার, পঞ্চকরণ ইউনিয়নে- আ. রাজ্জাক মজুমদার, পুটিখালী ইউনিয়নে- শাহ চাঁদ মিয়া শামীম, দৈবজ্ঞহাটি ইউনিয়নে- মো. শহীদুল ইসলাম ফকির, রামচন্দ্রপুর ইউনিয়নে- এইচএম মিজানুর রহমান, চিংড়াখালী ইউনিয়নে- মো. আলী আক্কাস, হোগলাপাশা ইউনিয়নে- মো. ইলিয়াস শেখ, বনগ্রাম ইউনিয়নে- রিপন চন্দ্র দাস, বলইবুনিয়া ইউনিয়নে- মো. শাহজাহান আলী খাঁন, হোগলাবুনিয়া ইউনিয়নে- মো. সরোয়ার হোসেন, বহরবুনিয়া ইউনিয়নে- রিপন হোসেন তালুকদার, জিউধরা ইউনিয়নে- মো. জাহাঙ্গীর বাদশা, নিশানবাড়িয়া ইউনিয়নে- আবদুর রহিম হাওলাদার, বারইখালী ইউনিয়নে- মো. শফিকুর রহমান (লাল), মোড়লগঞ্জ ইউনিয়নে- মো. মাহমুদ আলী হাওলাদার ও খাউলিয়া ইউনিয়নে- আবুল খায়ের হাওলাদার।

শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে- মাইনুল হোসেন টিপু, খোন্তাকাটা ইউনিয়নে- মো. জাকির হোসেন মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়নে- মো. আসাদুজ্জামান (মিলন) ও সাউথখালী ইউনিয়নে- মো. মোজাম্মেল হোসেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন বোর্ড থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর এসব প্রার্থীকে দলীয় প্রত্যয়নপত্র ও প্রতীক বরাদ্দের চিঠি দেওয়ার কাজও শুরু হয়েছে।

ছয় ধাপে সারাদেশে ইউপি নির্বাচন –

সারাদেশে মোট ৬টি ধাপে অনুষ্ঠিত হবে ৪ হাজার ২৭৯ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।

প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হবে ২২ মার্চ। এরপর ৩১ মার্চ ৭১০টি ইউপি, ২৩ এপ্রিল ৭১১টি ইউপি, ৭ মে ৭২৮টি ইউপি, ২৮ মে ৭১৪টি ইউপি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।

প্রথম দফায় ২২ মার্চের নির্বাচনে অংশ নিতে ২২ ফেব্রুয়ারির মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে ২ মার্চ।

১৯ ফেব্রুয়ারি :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ