তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের মারামারিতে বাগেরহাটের মংলায় স্কুল শিক্ষার্থীসহ অন্তত ৬ জন আহত হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে মংলা উপজেলার গালর্স স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে শহরের গালর্স স্কুলের সামনে মাছ ধরার টাকা ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাত্তার ও মিজান মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় সাত্তার, মিজান ও জাহাঙ্গীর নামে ৩জন রক্তাক্ত জখম হয়।
এছাড়া ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারির মাঝে পড়ে গুরুত্বর আহত হয়েছে মংলা উচ্চ বিদ্যালয়ে তিন শিক্ষার্থী।
এলাকাবাসী তাদের উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মংলা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইমন ঢালী বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে নিয়ে প্রথমে নিজেদের মধ্যে কথা-কাটাকাটি এবং পরে মারামারির ঘটনা ঘটে। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তিন শিক্ষার্থী আহত হয়েছে।
এ ঘটনায় পুলিশ সাত্তার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More