প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ১৪শ’ ৯০ পিস ইয়াবাসহ আটক ২

বাগেরহাটে ১৪শ’ ৯০ পিস ইয়াবাসহ আটক ২

Bagerhat-Pic-2(11-04-2016)এক হাজার চারশ’ ৯০ পিস ইয়াবাসহ বাগেরহাট থেকে দুই ‘মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)।

এরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাইজোড় গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৬) ও একই উপজেলার কাঁঠালতলা গ্রামের প্রয়াত আসমত আলী শেখের ছেলে মো. মন্টু শেখ (৪৯)।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে র‌্যাব-৬ এর একটি দল তাদের আটক করে।

তারা দীর্ঘদিন ধরে বাগেরহাটে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. নূরুজ্জামান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট বাস টার্মিনালের উত্তর পাশের ‘মুসলিম হোটেল’-এর কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকের পর তাদের দুজনের দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১৪শ’ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ ৪৭ হাজার টাকা।

এ ঘটনায় সন্ধ্যায় র‌্যাবের র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের পর আটককৃতদের বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার নূরুজ্জামান।

১১ এপ্রিল :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ