প্রচ্ছদ / খবর / বাগেরহাটে কলেজ ছাত্র হত্যায় দুজনের যাবজ্জীবন

বাগেরহাটে কলেজ ছাত্র হত্যায় দুজনের যাবজ্জীবন

Bagerhat-Conviction-ray-news-09-05-2016বাগেরহাটে কলেজ ছাত্র আল-আমিন শেখ বাপ্পা (১৮) হত্যা মামলায় দুই জনকে যাবদজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৯ এপ্রিল) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাট সদর উপজেলার ছোট রঘুনাখপুর গ্রামের ফজর গাজীর ছেলে হুমায়ুন কবির ওরফে লিটন গাজি (২৪) এবং একই গ্রামের তহিদ সরদারের ছেলে তরিকুল ইসলাম (২২)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রায়ে দন্ডিতদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৬ মার্চ রাতে আসামীরা সদর উপজেলার ছোট রঘুনাখপুর গ্রামের মৃত বেল্লাল শেখের ছেলে আল-আমিনকে ফোন করে ডেকে নেয়। এর পর থেকে বেলায়েত হোসেন কলেজের একাদশ শ্রেণীর ওই ছাত্র নিখোঁজ ছিলেন।

ছেলে নিখোঁজের ঘটনায় আল-আমিনের মা ইয়াসমিন বেগম ৮ মার্চ বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। পুলিশ ওই জিডির সূত্র ধরে হুমায়ুনকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুয়ায়ী ৯ মার্চ ছোট রঘুনাখপুর গ্রামের জাকির ইজারাদারের বাড়ির বাগান থেকে আল-আমিনের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ১০ মার্চ নিহতের মা ইয়াসমিন বেগম বাদী হয়ে দু’জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তদন্ত কর্মকর্তা মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ২০১৪ সালের ৮ জুলাই আদালতে ওই দুই আমাসীর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দালিল করেন।

মামলা চলাকালে আদালত ৭ জন সাক্ষীর স্বাক্ষ্য এবং অনান্য তথ্য প্রমানের ভিত্তিতে সোমবার এই রায় দেন।

রাষ্টপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজি মনোয়ার হোসেন এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন জাল্লাল উদ্দিন মল্লিক।

০৯ মে :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ