প্রচ্ছদ / খবর / ফকিরহাটে বোমা বিস্ফোরণে ‘ছাত্রদল কর্মী’ নিহত

ফকিরহাটে বোমা বিস্ফোরণে ‘ছাত্রদল কর্মী’ নিহত

Bagerhat-Pic-16-05-2026বাগেরহাটের ফকিরহাটে বোমা বিস্ফোরণে সুমন শেখ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ছাত্রদলের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৬ মে) বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এর আগে দুপুর পৌনে ৩টার দিকে ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের ঘোষপাড়ায় সুমনের বাড়িতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি।

সুমন আট্রকি গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, ছাত্রদল কর্মী সুমনের বাড়িতে দুপুরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দ শুনে পরিবার ও স্থানীয়রা বাড়ির খড়ের গাদার পাশ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে সুমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্যা বলেন, বোমা তৈরি করতে গিয়ে, নাকি বহন করতে গিয়ে এ বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের মা পারুল বেগমে আটক করেছে থানায় নিয়ে গেছে।

ফকিরহাট থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

১৬ মে :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ